Kathay Kaje Mil Dao歌词由Motiur Rahman Mollik演唱,出自专辑《Molliker Gan, Vol. 01》,下面是《Kathay Kaje Mil Dao》完整版歌词!
Kathay Kaje Mil Dao歌词完整版
কথায় কাজে মিল দাও আমার রাব্বুল আলামীন
আল জিহাদ ফী সাবীলিল্লায় রাখো বিরামহীন ॥
মোনাফেকী যা আছে এই জীবন থেকে মোর
দূর করতে দাও দৃঢ় ঈমান তপ্ত আঁখি লোর
চরিত্র দাও বলিষ্ঠতর আমলে সালেহীন ॥
আমার জীবন আমার মরণ আমার সুকৃতি
আমার নামাজ এবং আমার সকল প্রস্তুতি
কবুল করে নাও হে প্রভু গাফুরুর রাহীম ॥
পথ পাবার পর আবার যারা ভ্রান্ত হলো হায়
তাদের মত হে দয়াময় করো না আমায়
চাই না জীবন বিড়ম্বিত সান্ত¡না বিহীন ॥