Nije Moira Tore Bachaimu歌词由Shafi Mondol演唱,出自专辑《Nije Moira Tore Bachaimu》,下面是《Nije Moira Tore Bachaimu》完整版歌词!
Nije Moira Tore Bachaimu歌词完整版
নিজে মইরা তোরে বাঁচাইমু
তবু তোরে না মারমু
তুই যে আমার নয়নের আলো
তুই ছাড়া বল ক্যামনে আমি দেখমু ।।
শীতের দিনের খেতা রে তুই
গরমের দিনের পাঁখা রে তুই ।।
রোদ বাদলের ছাতা রে তুই
তুই ছাড়া ক্যামনে চলমু
তুই যে আমার নয়নের আলো
তুই ছাড়া বল ক্যামনে আমি দেখমু ।।
জলের বুকে লোহা ছাড়া
কাষ্ঠ যেমন অচল
তুই ছাড়া এ দেহ মনের
সব কিছুইতো বিকল (।।)
সঙ্গে নিয়ে আমারে চল
সুখ দুঃখ ভাগ করিমু
তুই যে আমার নয়নের আলো
তুই ছাড়া বল ক্যামনে আমি দেখমু ।।
দুইটা দেহে একই পরাণ
একই সুতায় গাঁথা
তুই হাসিলে আমার হাসন
কাঁন্দিলে পাই ব্যথা (।।)
পাগল মোস্তাক মনের কথা
ক্যামনে আর কইমু
তুই যে আমার নয়নের আলো
তুই ছাড়া বল ক্যামনে আমি দেখমু ।।