Sukun Dao歌词由M K Alam演唱,出自专辑《Sukun Dao》,下面是《Sukun Dao》完整版歌词!
Sukun Dao歌词完整版
বেদনা বুকে নিয়ে রাত হয় পাড়
যে দিকে চোখ যায় ভীষণ আঁধার
হতাশায় ঘেরা মনে সান্ত্বনা দাও
হৃদয়ে ঢেলে দিয়ে সুকুন অপার..
"তুমি ছাড়া এ আমার নেই কেউ আর"
সুখের আশা নিয়ে ভুলে ডুবে রই
বিপথে বাড়িয়ে পা করি হইচই (২)
সুপথে যেতে তুমি দাও তাওফিক
দ্বীনের পথে ফিরে আসবো আবার....
"তুমি ছাড়া এ আমার নেই কেউ আর"
আমল খাতা জোরে পাপের পাহাড়
জীবন পাঠে দেখি ভুল সমাহার (২)
ফুলের ঘ্রাণ দিয়ে সাজাও মাবুদ
তওবা করি আমি, গোলাম তোমার
"তুমি ছাড়া এ আমার নেই কেউ আর"