Musafir歌词由Oaliullah Sadi演唱,出自专辑《Musafir》,下面是《Musafir》完整版歌词!
Musafir歌词完整版
কত যে সময় কাটে
হাজারো অলস ঘাটে (২বার)
টিক টিক করে ঘরি দেয় যে এলান (২ বার)
মুসাফির খানা ভবে আমি মেহমান।
স্বর্গের বাড়িটাকে খালি রেখে আমি,
তাওহীদ রিসালাত আর জ্বালানি। ২ বার
পুণ্যের সব কাজ ভরে ঝুলিতে।
শান্ত হব আমি সেরা জান্নাতে।
সফরের বিবরণে আছে যে কোরআন। ২ বার
মুসাফির খানা ভবে আমি মেহমান।
সময় তো উড়ে চলা ডানাহীন পাখি
হুশ কি হবে তবে বুঝলে আঁখি। ২ বার
সেই বুঝে কোন লাভ হবে না তো আর।
সময় যে আসবে না ফিরে বারবার। ২বার
সময়ের ফ্রেমে আমি বাধা ইনসান।
মুসাফির খানা ভাবে আমি মেহমান।
আলাস্তু বিরব্বিকুম প্রশ্ন করে
পাঠালেন প্রভু রুহ এই ধরাধামে। ২বার
কেনাকাটা করবে কি তালিকা যে হাতে
লাগবে জানাজাতে বিবরণ তাতে।
সবকিছু পাওয়া হবে পড়লে কোরআন।
মুসাফির খানা ভবে আমি মেহমান।