Ami Tor Pushpa Raj歌词由Kundan Kumar&Kanika Karmakar演唱,出自专辑《Ami Tor Pushpa Raj》,下面是《Ami Tor Pushpa Raj》完整版歌词!
Ami Tor Pushpa Raj歌词完整版
(পুষ্পা ২)
কু) চিকন চাকন তুই লো ভালোই দেখাছি,
হেমানি ন কুমকুম সেন্ট লাগায়ছি....২
তোকে মনে ধরেছে ,
মন ভালবাসেছে.....২
লে গুলাপ দিয়ে প্রপোজ করে দিলি....
হামি যে তর পুষ্পারাজ, তুই শ্রীবল্লী.......২
ক) ছিঁড়াফাটা পরে দেখ্যাস ওড়খোট্যা,
বাসায় মরে দুর তর গোটা গা টা...
তাও মন কাড়েছি...
তুই মানায় নিয়েছি....২
তর ভালোবাসা হামি মানে লিলি..
(তুই হামার পুষ্পারাজ, হামি শ্রীবল্লী).....
কু) (আমি যে তর পুস্পারাজ, তুই শ্রীবল্লী)
১. কু) গোরা বদন পাতলা কোমর জান মারে দেই রে হামার,
চ্যাল চলন সিধাসাদা হেব্বি দেখায় রূপের বাহার....
ক)তর স্টাইলে স্মাইলে মন ডলে যায় রে হামার,
তর হামার জড়ি হিরো লাগে সুপার...
কু) তোকে মনে ধরেছে,
মন ভালবাসেছে....
ক) তোকেও মনে ধরেছে
মন ভালবাসেছে...
তাই গুলাপ দিয়ে প্রপোজ করে দিলি...
হামি পুষ্পারাজ .......
কি) তুই হামার পুষ্পারাজ......
২. কু)দেখতে যেমনেই হয় হামি মনটা ধুয়া তুলসী পাতা,
কাজল বলে তোকে নিয়েই ভরে আছে মনের খাতা....
ক) মনে আমার রং ধরেছে তুই হামার আসল হিরো,
তুই হামার একায় একশো বাকি সবাই হলো জিরো...
কু) তোকে মনে ধরেছে....
ক) তোকেও মনে ধরেছে
কু) তাই গুলাপ দিয়ে..... দিলি
হামি পুষ্পারাজ....
ক) তুই হামার পুষ্পারাজ।।