Eto Shohid Rokto Dhale歌词由Motiur Rahman Mollik&Saimum Shilpigosthi演唱,出自专辑《Molliker Gan, Vol. 03》,下面是《Eto Shohid Rokto Dhale》完整版歌词!
Eto Shohid Rokto Dhale歌词完整版
এত শহীদ রক্ত ঢালে
তবু কেন তোমার বিবেক কথা বলে না
এত চোখের অশ্রু ঝরে তবু কেন
তোমার পাষাণ হৃদয় গলে না (হায়) ॥
এত জুলুম চতুর্দিকে থাবা ফেলে প্রতিদিন
মজলুমানের লগ্ন ফুরায় শোক বিহ্বল স্বপ্নহীন
এই অসহায় কালবেলাতে তবু কেন
তোমার ঈমান দ্বিগুণ জ্বলে না (হায়) ॥
কোন ভয়ানক ঘুমের ঘোরে
তোমার সময় কাটছে আজ
অথচ হায় হাজার দুশমন
অঙ্গিনাতে হাঁটছে আজ।
শান্তিপ্রিয় মানুষ যখন স্বস্তিহারা শংকাকুল
তখনও কি দৃষ্টি তোমার অন্ধকারে বদ্ধমূল
তখনও কি আলোর দিকে দুঃসাহসে
তোমার দৃপ্ত কদম চলে না (হায়) ॥