Ghughu Dekhecho Fad Dekho Nai歌词由Mohua Muna&Mr Rizan演唱,出自专辑《Ghughu Dekhecho Fad Dekho Nai》,下面是《Ghughu Dekhecho Fad Dekho Nai》完整版歌词!
Ghughu Dekhecho Fad Dekho Nai歌词完整版
ঘুঘু দেখেছো ফাঁদ দ্যাখো নাই
শিল্পী : মহুয়া মুন ও মিস্টার রিজান
গীতিকার : প্রসেনজিৎ ওঝা
সুরকার : রোহান রাজ
লেবেল : প্রোটিউন
০৩/০৫/২০২৪
সাক্ষী প্রমান সবই রাখছি
আমি বোকা মেয়ে নই।
প্রেমের গাছে উঠায় আমায়
যতই তুমি সরাও মই। ২
ভালোবাইসা ফাঁকি দিয়া
কোথায় যাইবা সোনার চাঁদ।
ঘুঘু দ্যাখছো তুমি বন্ধু
দ্যাখো নাইরে ফাঁদ।।
তোমার প্রেমে আমি জ্বলি
সকাল সন্ধ্যা রাতে।
তুমি বন্ধু ঘোরে আমার
বান্ধবীদের সাথে।। ২
কেমনে পারো ধরতে তুমি
অন্য একটা মেয়ের হাত।।
ঘুঘু দ্যাখছো বন্ধু তুমি
দ্যাখো নাইরে ফাঁদ।
মিষ্টি তোমার কথা শুইনা
মায়া লাগে দিলে।
এখন বুঝি প্রেমের বিষে
মরছি তিলে তিলে।। ২
খোঁজ না নিয়া ভুল করেছি
কেমন তোমার বংশ জাত।।
ঘুঘু দ্যাখছো বন্ধু তুমি
দ্যাখো নাইরে ফাঁদ।