笨鸟先飞
我们一直在努力
2025-01-25 20:28 | 星期六

Ghughu Dekhecho Fad Dekho Nai歌词-Mohua Muna&Mr Rizan

Ghughu Dekhecho Fad Dekho Nai歌词由Mohua Muna&Mr Rizan演唱,出自专辑《Ghughu Dekhecho Fad Dekho Nai》,下面是《Ghughu Dekhecho Fad Dekho Nai》完整版歌词!

Ghughu Dekhecho Fad Dekho Nai歌词

Ghughu Dekhecho Fad Dekho Nai歌词完整版

ঘুঘু দেখেছো ফাঁদ দ্যাখো নাই

শিল্পী : মহুয়া মুন ও মিস্টার রিজান

গীতিকার : প্রসেনজিৎ ওঝা

সুরকার : রোহান রাজ

লেবেল : প্রোটিউন

০৩/০৫/২০২৪

সাক্ষী প্রমান সবই রাখছি

আমি বোকা মেয়ে নই।

প্রেমের গাছে উঠায় আমায়

যতই তুমি সরাও মই। ২

ভালোবাইসা ফাঁকি দিয়া

কোথায় যাইবা সোনার চাঁদ।

ঘুঘু দ্যাখছো তুমি বন্ধু

দ্যাখো নাইরে ফাঁদ।।

তোমার প্রেমে আমি জ্বলি

সকাল সন্ধ্যা রাতে।

তুমি বন্ধু ঘোরে আমার

বান্ধবীদের সাথে।। ২

কেমনে পারো ধরতে তুমি

অন্য একটা মেয়ের হাত।।

ঘুঘু দ্যাখছো বন্ধু তুমি

দ্যাখো নাইরে ফাঁদ।

মিষ্টি তোমার কথা শুইনা

মায়া লাগে দিলে।

এখন বুঝি প্রেমের বিষে

মরছি তিলে তিলে।। ২

খোঁজ না নিয়া ভুল করেছি

কেমন তোমার বংশ জাত।।

ঘুঘু দ্যাখছো বন্ধু তুমি

দ্যাখো নাইরে ফাঁদ।

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/efb03VVA9AglQUAIC.html

相关推荐

  • 快乐的农民歌词-A杨小丽

    快乐的农民歌词-A杨小丽

    快乐的农民歌词由A杨小丽演唱,出自专辑《快乐的农民》,下面是《快乐的农民》完整版歌词! 快乐的农民歌词完整版 山上的风儿吹过林梢头唱出了一首丰收歌谣田里的...

  • 颜似锦歌词-A杨小丽

    颜似锦歌词-A杨小丽

    颜似锦歌词由A杨小丽演唱,出自专辑《快乐的农民》,下面是《颜似锦》完整版歌词! 颜似锦歌词完整版 你的笑像一朵花盛开在心间温暖了整个冬天我看见爱情的模样如...

  • 等风来的日子歌词-stu.pid

    等风来的日子歌词-stu.pid

    等风来的日子歌词由stu.pid演唱,出自专辑《心底的风》,下面是《等风来的日子》完整版歌词! 等风来的日子歌词完整版 在时光的角落静静安坐等风到来的日子你的心...

  • Can’t Stop The Hustle (feat. ANJAKE)歌词-Ja Mezz

    Can’t Stop The Hustle (feat. ANJAKE)歌词-Ja Mezz

    Can’t Stop The Hustle (feat. ANJAKE)歌词由Ja Mezz演唱,出自专辑《College Late Graduation & Heartbreak Fantasy》,下面是《Can’t Stop The Hustle (feat...