Ogo Jonmovumi歌词由Sharalipi演唱,出自专辑《Ogo Jonmovumi》,下面是《Ogo Jonmovumi》完整版歌词!
Ogo Jonmovumi歌词完整版
ওগো জন্মভূমি, প্রিয় স্বদেশ আমার
আমি তোমাকে চিনি,
ফুলের কাছে মৌমাছিরা
যেমন করে ঋণী;
ওগো জন্মভূমি, প্রিয় স্বদেশ আমার
আমি তোমাকে চিনি,
হাওয়ার কাছে নদীর ঢেউ
যেমন করে ঋণী।
আমি তোমাকে জানি
আমি তোমাকে চিনি ॥
সূর্যের কাছে ঋণী যেমন
চাঁদের জোছনা,
কৃতজ্ঞতায় টেনে রেখেছো
তারার সামীয়ানা;
(মাগো) তোমার কাছে ঋণী আমি
তেমন চিরদিনি।
বৃষ্টি যেমন লুকিয়ে থাকে
মেঘের পালকে,
জড়িয়ে থাকে ছড়িয়ে থাকে
সুখে অসুখে;
(মাগো) শোধ হয়না এমন ঋণ
জানি কোনোদিনি।