Jodi Tumi Chole Jaw歌词由Haaris Solaiman演唱,出自专辑《Jodi Tumi Chole Jaw》,下面是《Jodi Tumi Chole Jaw》完整版歌词!
Jodi Tumi Chole Jaw歌词完整版
যদি তুমি চলে যাও
দূরে বহু দূরে হারাও ।
ভুলবো কি করে বল
দেখাও জীবনের আলো
দূরে থেকে এ আমায় দেখো
তুমি ছাড়া আধার কালো ।।
প্রথম স্পর্শ যে তুই
ভালোলাগার যতক্ষণ
আমার অবুঝ এ মন
তোকে চাইছে ভীষণ
আমি তো তোরই আছি
তোর কাছাকাছি
ভুলবো কি করে বল
দেখাও জীবনের আলো
দূরে থেকে এ আমায় দেখো
তুমি ছাড়া আধার কালো ।।
বিধাতারী কাছে
যা চাওয়ার আছে
সবই তোকে নিয়ে
শুধু তোকেই চেয়ে
আমি তো তোরই আছি
তোর কাছাকাছি
ভুলবো কি করে বল
দেখাও জীবনের আলো
দূরে থেকে এ আমায় দেখো
তুমি ছাড়া আধার কালো ।।