Pran Sojoni歌词由Dip Bappi演唱,出自专辑《Pran Sojoni》,下面是《Pran Sojoni》完整版歌词!
Pran Sojoni歌词完整版
কখন ভাঙ্গবে তোমার মান
কাটলে কতো নির্ঘুম রজনী
আজি আধার রাতে
সবাই আছে ঘুমে
বৃথাই আমি অন্ধকারে চাঁদকে খুঁজি
ও সজনী,
প্রাণ সজনী ও প্রাণ সজনী॥
ছোট ছোট বিরহো
তোমায় কাছে টানে আরো
মান যদি বড়ো হয়
হৃদয়ে ধরে ক্ষয়।
লক্ষী সোনা রাগ করো না
এতো জ্বালা সইতে পারি না
ও সজনী,
প্রাণ সজনী ও প্রাণ সজনী॥
জীবন তো বহমান
চলে নদীর মতো করে
ঘরের ভিতর চাঁদকে রেখে
বৃথাই খুঁজি অন্ধকারে।
প্রিয়া, ও প্রিয়া, মান অভিমান ভুলে
এসো যাই হৃদয়ে মিলে
ও সজনী,
প্রাণ সজনী ও প্রাণ সজনী॥