笨鸟先飞
我们一直在努力
2025-01-25 22:37 | 星期六

Mon Vabe Tumi Pashe歌词-Argha The Sarkar&Sneha Karmakar

Mon Vabe Tumi Pashe歌词由Argha The Sarkar&Sneha Karmakar演唱,出自专辑《Mon Vabe Tumi Pashe》,下面是《Mon Vabe Tumi Pashe》完整版歌词!

Mon Vabe Tumi Pashe歌词

Mon Vabe Tumi Pashe歌词完整版

আমার সুখ পরে আছে বহুদূরে 

তবু মন ভাবে তুমি পাশে

আমার সুখ পরে আছে বহুদূরে 

তবু মন ভাবে তুমি পাশে

মন ভাবে তুমি পাশে…। 

কত ছোট ছোট আড়ি ভিড় করেছিলো

আমার তোমার মাঝে 

মনে, মনে পরে তুমি হাত ধরে আমার 

সরোবরে হেঁটে ছিলে 

তোমার মনে কি থাকবে সেই কবিতাটা আমার জন্য যে লিখলে

আমার সুখ পরে আছে বহুদূরে 

তবু মন ভাবে তুমি পাশে 

দেখে, দেখেছিলাম আমি রেগে ছিলে তুমি 

কেন তা ছিল অজানা 

রেখে, রেখেছিলে কথা দিয়েছিলে ব্যাথা 

মন যে আজও ভোলে না 

কত সুরেতে সুর এসে জুটেছে মাঝখানে তোমার সুর কানে এলো না

আমার সুখ পরে আছে বহুদূরে 

তবু মন ভাবে তুমি পাশে 

দিকে দিকে যখন ঝিঁঝিঁ পোকা ছিল তুমি ছিলে না পাশে 

একা একা আমি হেঁটেছিলাম যখন বৃষ্টি এসেছিল দেশে

ওরে, ওরে সোহাগি তুই পরদেশীরে মন দিয়ে ভুল করলি  

ওরে, ওরে সোহাগি তুই পরদেশীরে মন দিয়ে ভুল করলি, করলি 

আমার সুখ পরে আছে বহুদূরে 

তবু মন ভাবে তুমি পাশে

আমার সুখ পরে আছে বহুদূরে 

তবু মন ভাবে তুমি পাশে

মন ভাবে তুমি পাশে…। 

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/efb54VVA9BAxVWwED.html

相关推荐

  • 幸福的骄傲 (伴奏)歌词-范喆

    幸福的骄傲 (伴奏)歌词-范喆

    幸福的骄傲 (伴奏)歌词由范喆演唱,出自专辑《幸福的骄傲》,下面是《幸福的骄傲 (伴奏)》完整版歌词! 幸福的骄傲 (伴奏)歌词完整版 幸福的骄傲-范喆作词:杨文...

  • Sewu Cerita歌词-Dian Anic

    Sewu Cerita歌词-Dian Anic

    Sewu Cerita歌词由Dian Anic演唱,出自专辑《Sewu Cerita》,下面是《Sewu Cerita》完整版歌词! Sewu Cerita歌词完整版 Sewu Cerita - Dian AnicLyrics by:Did...

  • Nyi Var歌词-Elvin Babazad&Mhmmd sgndrov&Srxan sgndrov

    Nyi Var歌词-Elvin Babazad&Mhmmd sgndrov&Srxan sgndrov

    Nyi Var歌词由Elvin Babazad&Mhmmd sgndrov&Srxan sgndrov演唱,出自专辑《Nyi Var》,下面是《Nyi Var》完整版歌词! Nyi Var歌词完整版 Nyi Var - Elvin Babaz...

  • 月亮里歌词-肖瑶[女]

    月亮里歌词-肖瑶[女]

    月亮里歌词由肖瑶[女]演唱,出自专辑《月亮里》,下面是《月亮里》完整版歌词! 月亮里歌词完整版 月亮里-肖瑶作词:四颗石作曲:李小渔编曲:啊健@盛彩霓虹制作...