Tumi Kovu (Home Demo)歌词由Manik Jasim演唱,出自专辑《Tumi Kovu》,下面是《Tumi Kovu (Home Demo)》完整版歌词!
Tumi Kovu (Home Demo)歌词完整版
তোমার কথা মনে করে পথে নেমেছি
সূর্যের প্রীতি রঙ্গকেরে হেটে চলেছি
তুমি কভু ভুলে যেওনা এই আমায়
জানো কি কতটা ভালোবাসি আমি তোমায়
এ জীবন ফুড়িয়ে যাবে তুমি চলে গালে
ভবলীলা সঙ্গ হবে তোমায় না পেলে
স্বপ্নগুলো রয়ে যাবে কাগজের পাতায়
ইচ্ছেগুলো কুড়ে খাবে আমায় হতাশায়
তুমি কভু ভুলে যেওনা এই আমায়
জানো কি কতটা ভালোবাসি আমি তোমায়
কত নিশি জেগে আছি তোমারই অপেক্ষায়
স্বপ্ন হয়ে দেব পাড়ি তোমার ভালোবাসায়
নিশ্য আজ এই যে আমি তোমাকেই ভেবে
একবার শুধু বলে যাও ভালোবাসি হেসে
তুমি কভু ভুলে যেওনা এই আমায়
জানো কি কতটা ভালোবাসি আমি তোমায়