Valo Ami Bashlam Jare Se To Bujhe Nai歌词由Hridoy Chowdhory演唱,出自专辑《Valo Ami Bashlam Jare Se To Bujhe Nai》,下面是《Valo Ami Bashlam Jare Se To Bujhe Nai》完整版歌词!
Valo Ami Bashlam Jare Se To Bujhe Nai歌词完整版
Lyric: Md Ziaur Rahman
Singer: Hridoy Chowdhory
ভালো আমি বাসলাম যারে সে তো বুঝে নাই বিধি
ভালোবেসে তারে আমি কেমনে ভুলে যাই 2
মনের যত ছিল আশা, তোমাকে ঘিরে
জীবনটা যে বৃথা গেল তোরে কারনে 2
আমায় তুমি ভুলে গেলে কোন সুখের আশায়
প্রেমের নামে কেন তুমি করলে অভিনয়
অন্তরটা যে খুঁজে বেড়ায়, শুধু তোমাকে।
জীবনটা যে বৃথা গেল তোরে কারনে 2
মন গগনে তোমার স্মৃতি আজও বয়ে যায়
সত্যিকারে বাসলে ভালো ভোলা কি যায়
অন্তরটা যে খুঁজে বেড়ায়, শুধু তোমাকে।
জীবনটা যে বৃথা গেল তোরে কারনে 2