Neshar Asor歌词由Shabib Al Rohan演唱,出自专辑《Neshar Asor》,下面是《Neshar Asor》完整版歌词!
Neshar Asor歌词完整版
মনের খাঁচায় পোষলাম তরে
পোষ তো মানলি না
এত ভালো বাসলাম বন্ধু
আপন হইলি না ||
তুইত বন্ধু সুখেই আছিস
পরের-ই ঘরে
আমি বন্ধু থাকি এখন
নেশার আসরে
হঠাৎ জানি কখন আমি
যাইরে মরিয়া
শত খোঁজার পরেও বন্ধু
পাইবিনা ফিরিয়া ||
তুইত বন্ধু সুখেই আছিস
পরের-ই ঘরে
আমি বন্ধু থাকি এখন
নেশার আসরে
অবুঝ কালে প্রেম শিখাইয়া
গেলি ভুলিয়া
কি সুখ তুই পাছ রে বন্ধু
হৃদয়টা পুড়াইয়া ||
তুইত বন্ধু সুখেই আছিস
পরের-ই ঘরে
আমি বন্ধু থাকি এখন
নেশার আসরে