BAHADURY歌词由Sayed Babu演唱,出自专辑《BAHADURY》,下面是《BAHADURY》完整版歌词!
BAHADURY歌词完整版
বুঝেছি এবার,সময় নাই আর
কখন যেন আজরাইল ,আসে বাড়ী।(২)
আমার চুলও পাঁকিছে,দন্ত পরিছে
আগের মত আর নাই বাহাদুরী।
১) আমি আগের মত আর চোখে দেখিনা
আপন সজন এখন আর চিন্তে পারিনা।(২)
এখন,হয়ে গেছি অচল
শরীরে নাই শক্তি বল। (২)
বসলে যেন আর উঠতে নারি।
২) আমি কানে এখন আর, কিছুই শুনি না
গালি দেয় না বুলি দেয়,কিছুই বুঝি না।(২)
তোমাদের সঙ্গে, ছিলাম রঙ্গে
সুখের বাজার গেলোরে ভেঙ্গে।(২)
কখন যেন যাবো ছাড়ি।।
৩) আমি চলারও পথে, তোমাদের সাথে
যেনে শুনে কত, করেছি অপরাধ। (২)
আমার যাবার ও সময়,
ক্ষমা করো আমায়।(২)
সজীব তোমাদের পায়ে ধরি।।