Boshonto Batase歌词由Sneha Bhattacharya演唱,出自专辑《Boshonto Batase》,下面是《Boshonto Batase》完整版歌词!
Boshonto Batase歌词完整版
বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে
বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ,
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ
আমার বাড়ি আসে, সইগো বসন্ত বাতাসে
সইগো বসন্ত বাতাসে। (x2)
বন্ধুর বাড়ির ফুলবাগানে,
নানান রঙের ফুল (x2)
ফুলের গন্ধে মন আনন্দে,
ফুলের গন্ধে মন আনন্দে
ভ্রমর হয় আকুল, সইগো বসন্ত বাতাসে
সইগো বসন্ত বাতাসে।
মন নিল তার বাঁশীরও গান,
রূপে নিল আঁখী (x2)
তাইতো পাগল আব্দুল করিম,
তাইতো পাগল আব্দুল করিম
আশায় চেয়ে থাকে, সইগো বসন্ত বাতাসে
সইগো বসন্ত বাতাসে।
বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে
বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ,
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ
আমার বাড়ি আসে, সইগো বসন্ত বাতাসে
সইগো বসন্ত বাতাসে..