Baba ShahJalal歌词由Doly Mondol演唱,出自专辑《Baba ShahJalal》,下面是《Baba ShahJalal》完整版歌词!
Baba ShahJalal歌词完整版
শাহ-জালাল বাবা শাহ- পরান বাবা
পুন্য হলো সিলেট ভূমি
তোমাদের অবদান
অধমের মনে তুমি পূর্নিমারই চাঁন
ও অন্তরে অন্তরে বাবা তোমার গুন-গান
তোমার প্রেমে মন মজাইয়া
হইলাম আশেকান
শান্তির পথে তুমি বাবা
করলা আহবান
সবার মাঝে ছড়িয়ে দিলা
রবেরই ফরমান
ও কত মানুষ খুঁজে পেল
আলোরই সন্ধান
তোমার দরগায় এসে দয়াল
জুরায় মন - প্রাণ
ও অন্তরে অন্তরে বাবা তোমার গুন- গান
তোমার প্রেমে মন মজাইয়া
হইলাম আশেকান
কুদরতে কামাল বাবা
তুমি কান্ডারী
ঘর ছাড়িয়া হইলাম আমি
তোমার ভিখারী
ও নায়েবে রাসূল তুমি
বাংলারই শান
সোহেল মাসুদ তোমার প্রেমে
হলো কুরবান
ও অন্তরে অন্তরে বাবা তোমার গুন- গান
তোমার প্রেমে মন মজাইয়া
হইলাম আশেকান