KOM DAMI歌词由OPERATION THEATER演唱,出自专辑《KOM DAMI》,下面是《KOM DAMI》完整版歌词!
KOM DAMI歌词完整版
কম দামি
তো আজ হঠাৎ কি ভেবে,
ভীষণভাবে চাইছো তুমি আমার কাছে ফিরতে ?
কেন আমাকেই আঁকড়ে ধরে-
চাইছো তুমি আজকে বাঁচতে ?
বল,
বলেছিলে তো সেদিন তুমি-
আমি নাকি তোমার কাছে
খুবই কম দামি।
তাই কোনো ভাবেই আর কক্ষনোই
তোমাকে যেন কাছে পাবার-
চেষ্টাটাও না করি
এই আমি, কম দামি।
আমি তো চাইনি আর তোমাকে-
কক্ষনোই কোনো ভাবেই.