笨鸟先飞
我们一直在努力
2025-01-26 00:10 | 星期天

Pakhi Dohai Lage歌词-Emon Khan

Pakhi Dohai Lage歌词由Emon Khan演唱,出自专辑《Pakhi Dohai Lage》,下面是《Pakhi Dohai Lage》完整版歌词!

Pakhi Dohai Lage歌词

Pakhi Dohai Lage歌词完整版

যতন কইরা তোরে আমার বুকের ভেতর রাখি

আদর কইরা তোরে আমি লক্ষীসোনা ডাকি

ভালোবাসি বলেই তোরে দুই নয়নে রাখি পাখি

দোহাই লাগে,

দোহাই লাগে,

দোহাই লাগে মইরা যামু দিস যদি তুই ফাঁকি

পাখি দোহাই লাগে মইরা যামু...

দিস যদি তুই ফাকি...

একটু চোখের আড়াল হলে,মন যে কেমন করে

তোর বিরহ সয়না প্রাণে বলবো কতো তোরে

একটু চোখের আড়াল হলে মন যে কেমন করে

তোর বিরহ সয়না প্রাণে বলবো কতো তোরে

তুইযে আমার সুখের খনি ভালোবাসার পরশমণি

দেখলে তোরে জুড়ায় পরাণ

জুড়ায় দুটি আঁখি,,, পাখি

দোহাই লাগে,

দোহাই লাগে,

দোহাই লাগে মইরা যামু দিস যদি তুই ফাঁকি

পাখি,দোহাই লাগে মইরা যামু...

দিস যদি তুই ফাঁকি...

ঝিনুক রাখে মুক্তা বুকে,আমি রাখি তোরে

হৃদয় দিয়ে হৃদয় বেঁধে বিশ্বাসেরই ডোঁরে

ঝিনুক রাখে মুক্তা বুকে,আমি রাখি তোরে

হৃদয় দিয়ে হৃদয় বেঁধে বিশ্বাসেরই ডোঁরে

বড় ভালোবাসি তোরে,ঠাঁই দিয়েছি এই অন্তরে

কোনোদিনও ছিন্ন করে

দিস নাপ্রেমের রাঁখি....পাখি

দোহাই লাগে,

দোহাই লাগে,

দোহাই লাগে মইরা যামু দিস যদি তুই ফাঁকি

পাখি, দোহাই লাগে মইরা যামু....

দিস যদি তুই ফাঁকি

যতন কইরা তোরে আমার বুকের ভেতর রাখি

আদর কইরা তোরে আমি লক্ষীসোনা ডাকি

ভালোবাসি বলেই তোরে দুই নয়নে রাখি..পাখি

দোহাই লাগে,

দোহাই লাগে,

দোহাই লাগে মইরা যামু দিস যদি তুই ফাঁকি

পাখি, দোহাই লাগে মইরা যামু...

দিস যদি তুই ফাঁকি

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/efbb8VVA9BAtRVQQG.html

相关推荐

  • O Habibi歌词-Emon Khan

    O Habibi歌词-Emon Khan

    O Habibi歌词由Emon Khan演唱,出自专辑《O Habibi》,下面是《O Habibi》完整版歌词! O Habibi歌词完整版 ও হাবিবি ও হাবিবিও হাবিবি ও...

  • Midnight Driver歌词-Im Yoonseong ()

    Midnight Driver歌词-Im Yoonseong ()

    Midnight Driver歌词由Im Yoonseong ()演唱,出自专辑《Midnight Driver》,下面是《Midnight Driver》完整版歌词! Midnight Driver歌词完整版 Midnight Driver...

  • Pop Starz (Explicit)歌词-Блинк&Uniqe

    Pop Starz (Explicit)歌词-Блинк&Uniqe

    Pop Starz (Explicit)歌词由&Uniqe演唱,出自专辑《Pop Starz (Explicit)》,下面是《Pop Starz (Explicit)》完整版歌词! Pop Starz (Explicit)歌词完整版 Laur...

  • School Daze歌词-Harli Saxon

    School Daze歌词-Harli Saxon

    School Daze歌词由Harli Saxon演唱,出自专辑《The Glamorous Ep》,下面是《School Daze》完整版歌词! School Daze歌词完整版 Go to schoolTell all the cool ...

  • コラテラルキス歌词-べいびーサたん

    コラテラルキス歌词-べいびーサたん

    コラテラルキス歌词由べいびーサたん演唱,出自专辑《コラテラルキス》,下面是《コラテラルキス》完整版歌词! コラテラルキス歌词完整版 両手後ろに組みながら...