Pakhi Dohai Lage歌词由Emon Khan演唱,出自专辑《Pakhi Dohai Lage》,下面是《Pakhi Dohai Lage》完整版歌词!
Pakhi Dohai Lage歌词完整版
যতন কইরা তোরে আমার বুকের ভেতর রাখি
আদর কইরা তোরে আমি লক্ষীসোনা ডাকি
ভালোবাসি বলেই তোরে দুই নয়নে রাখি পাখি
দোহাই লাগে,
দোহাই লাগে,
দোহাই লাগে মইরা যামু দিস যদি তুই ফাঁকি
পাখি দোহাই লাগে মইরা যামু...
দিস যদি তুই ফাকি...
একটু চোখের আড়াল হলে,মন যে কেমন করে
তোর বিরহ সয়না প্রাণে বলবো কতো তোরে
একটু চোখের আড়াল হলে মন যে কেমন করে
তোর বিরহ সয়না প্রাণে বলবো কতো তোরে
তুইযে আমার সুখের খনি ভালোবাসার পরশমণি
দেখলে তোরে জুড়ায় পরাণ
জুড়ায় দুটি আঁখি,,, পাখি
দোহাই লাগে,
দোহাই লাগে,
দোহাই লাগে মইরা যামু দিস যদি তুই ফাঁকি
পাখি,দোহাই লাগে মইরা যামু...
দিস যদি তুই ফাঁকি...
ঝিনুক রাখে মুক্তা বুকে,আমি রাখি তোরে
হৃদয় দিয়ে হৃদয় বেঁধে বিশ্বাসেরই ডোঁরে
ঝিনুক রাখে মুক্তা বুকে,আমি রাখি তোরে
হৃদয় দিয়ে হৃদয় বেঁধে বিশ্বাসেরই ডোঁরে
বড় ভালোবাসি তোরে,ঠাঁই দিয়েছি এই অন্তরে
কোনোদিনও ছিন্ন করে
দিস নাপ্রেমের রাঁখি....পাখি
দোহাই লাগে,
দোহাই লাগে,
দোহাই লাগে মইরা যামু দিস যদি তুই ফাঁকি
পাখি, দোহাই লাগে মইরা যামু....
দিস যদি তুই ফাঁকি
যতন কইরা তোরে আমার বুকের ভেতর রাখি
আদর কইরা তোরে আমি লক্ষীসোনা ডাকি
ভালোবাসি বলেই তোরে দুই নয়নে রাখি..পাখি
দোহাই লাগে,
দোহাই লাগে,
দোহাই লাগে মইরা যামু দিস যদি তুই ফাঁকি
পাখি, দোহাই লাগে মইরা যামু...
দিস যদি তুই ফাঁকি