Shei To Elam Firey歌词由Rupankar Bagchi&Sayeeda Shampa演唱,出自专辑《Shei To Elam Firey》,下面是《Shei To Elam Firey》完整版歌词!
Shei To Elam Firey歌词完整版
সেই তো এলাম ফিরে
সেই দূরে থাকা
সেই ব্যথা পাওয়ার
দিন যাবো ভুলে।
সেই তো ফিরে এলে
সেই কিছু ভুলের
সেই আঁখি জলের
দিন মুছে দিলে।
ভুলে তো যেতে পারি না
পারিনা তো
সে না পারার, কথা যে তাই দিলাম বলে
এই আমাকে, খুব যে ভাল বেসেছিলে।
সেই তো এলাম ফিরে
দুঃখ মুছে দিলে।
ব্যথা পেলে, পুড়ে গেলে স্মৃতিরা
তবুও কখনো জানি মরে না সে
স্মৃতিরা আলো জ্বেলে
স্মৃতিরা ডানা মেলে আনে ভোর,
আকাশেরই কিনারে।
সেইতো এলাম ফিরে
দুঃখ মুছে দিলে।
ভালবাসা হয়ে গেলে একেলা
তুমি আর এ আমি ভাল থাকি না তো
এ জীবন মন বেঁধে নিবো
এ জীবন মন বুঝে নিবো, কোনদিন আর
যাবো নাতো আড়ালে।
সেই তো এলাম ফিরে
দুঃখ মুছে দিলে।