Apon Manush Chaira Bidesh (Explicit)歌词由AF Saikot演唱,出自专辑《Apon Manush Chaira Bidesh (Explicit)》,下面是《Apon Manush Chaira Bidesh (Explicit)》完整版歌词!
Apon Manush Chaira Bidesh (Explicit)歌词完整版
প্রবাসের এই জীবন আমার ভালো লাগে না
কতো দিন হইলো মায়ের মুখটা দেখি না,,
মোবাইল ফোনে প্রিয়ার কান্না সইতে পারি না
আপন মানুষ দূরে রাইখা পাই যে বেদনা
শান্তি মেলে নারে মনে শান্তি মেলে না
আপন মানুষ ছাইড়া বিদেশ শান্তি মেলে না।।
সুখের লাইগা বিদেশ আইসা সুখ পাইলাম না
প্রবাসীদের বুকের ব্যথা কেউ তো বোঝে না,,
কষ্টের এই জীবন আর বইতে পারি না
টাকা পয়সা মেলে বিদেশ শান্তি মেলে না।।
কতো স্মৃতি কতো প্রীতি মনে দোলা দেয়
ভালোবাসা বুকের ভিতর বড় অসহায়,,
বুকের পাঁজর ছিইড়া গেলেও কাঁদতে পারি না
চোখের পানি মুইছা দেয়ার মানুষ মেলে না
শান্তি মেলে নারে মনে শান্তি মেলে না
আপন মানুষ ছাইড়া বিদেশ শান্তি মেলে না।।
প্রবাসের এই জীবন আমার ভালো লাগে না
কতো দিন হইলো মায়েরর মুখটা দেখি না।।