Khoti歌词由Poizon Green演唱,出自专辑《The Loss》,下面是《Khoti》完整版歌词!
Khoti歌词完整版
ক্ষতি
কিসের যেনো আওয়াজ পাই
এই আওয়াজ এ পৃথিবীর নয়
ভাসিয়ে নিয়ে যায় পাহাড় চূড়ায়
বিশালতার সূ উচ্চতায়।
পুরোনো এই জগতে দেখার নতুন কিছু নাই
কিছু দেখতে হলে নতুন করে চোখ বন্ধ করতে হয়
তবুও সবাই আকাশ পানে তাকায়
নবীন রঙিন এক পৃথিবীর আশায়;
আমি ঘুম হারাই, হারাই মনের বাতি
নির্বাসন বেছে নিয়েছি, মেনে নিয়েছি সব ক্ষতি।
পুরোনো এই জগতে দেখার নতুন কিছু নাই
কিছু দেখতে হলে নতুন করে চোখ বন্ধ করতে হয়
তবুও সবাই আকাশ পানে তাকায়
নবীন রঙিন এক পৃথিবীর আশায়;
আমি ঘুম হারাই, হারাই মনের বাতি
অপসংস্কৃতি মেনে নিয়েছি, মেনে নিয়েছি সব ক্ষতি
আমি ঘুম হারাই, হারাই, হারাই দূরদৃষ্টি
সংঘাত প্রতিঘাত ত্যাগ করে, মেনে নিয়েছি সব ক্ষতি
আমি ঘুম হারাই, হারাই, হারাই পথের সাথী
মাঝ রাতে ঘুম ভেঙ্গে উঠে দেখি,
কে যেন জ্বেলেছে মোমবাতি
আমি ঘুম হারাই, হারিয়েছি সব সৃতি,
অনেক সয়েছি আর নয়; এবার আমার ছুটি।