Moira Geye Kadba Thikoi歌词由Joba Islam&Nishan Arbeen演唱,出自专辑《Moira Geye Kadba Thikoi》,下面是《Moira Geye Kadba Thikoi》完整版歌词!
Moira Geye Kadba Thikoi歌词完整版
মইরা গেলে কাদবা ঠিকই
ফেলবা চোখের জ্বল
খুঁইজা মরবা আমায় তুমি
করিতে আপন..
থাকবে নারে দম
যেদিন থাকবে নারে দম
মইরা গেলে কাঁদবা ঠিকই
ফেলবা চোখের জ্বল..
১ম অন্তরা..
তর কেউ ছিলো না যখন
আমি ছিলাম তখন..
আজ সব হইলো তর
ওরে ভাঙ্গলো আমার ঘর
মইরা গেলে কাদবা ঠিকই
ফেলবা চোখের জ্বল
খুঁইজা মরবা আমায় তুমি
করিতে আপন..
২য় অন্তরা
তর লাগিয়া আজও আমি
দুঃখের কান্না কাঁদি
কবে জানিস শুনিস রে তুই
গেছি দুনিয়া ছাড়ি..
মইরা গেলে কাদবা ঠিকই
ফেলবা চোখের জ্বল
খুঁইজা মরবা আমায় তুমি
করিতে আপন