Kinbo Lal Shari (Explicit)歌词由Shohag演唱,出自专辑《Kinbo Lal Shari》,下面是《Kinbo Lal Shari (Explicit)》完整版歌词!
Kinbo Lal Shari (Explicit)歌词完整版
চুরি কিনব...গয়না কিনব... কিনব লাল শাড়ি।
আলতা পায়ে বসবে নায়ে
বাইবো প্রেমের তরি...(2)
দিশেহারা রাতের তারা গুনবো দু জন মিলে
নিরবতা ভাঙবো যে আজ।
ভালোবাসা দিলে.....!!
চুরি কিনব...গয়না কিনব... কিনব লাল শাড়ি।
আলতা পায়ে বসবে নায়ে
বাইবো প্রেমের তরি...(2)
চোখের কোনে আকি গো তোমায় মনের কোণে মাখি....
চোখের আড়াল হলেও গো তুমি
চোখের জলেই ডাকি....(2)
তুমি যাইওনা ছাড়িয়া
আমারে কান্দাইয়া।
এ বুকের মাঝে থাকো'না।
চুরি কিনব...গয়না কিনব... কিনব লাল শাড়ি।
আলতা পায়ে বসবে নায়ে
বাইবো প্রেমের তরি...!
চাঁদের আলোয় দেখি গো তোমায় জোসনা মাখা রাতে......,
ভালোবেসে দুজন দুজনার থাকবো একি সাথে....(2)
তুমি যাইওনা ছাড়িয়া
আমারে কান্দাইয়া।
এ বুকের মাঝে থাকো'না।