Bose Achi Mago歌词由Ashraf Saki演唱,出自专辑《Bose Achi Mago》,下面是《Bose Achi Mago》完整版歌词!
Bose Achi Mago歌词完整版
অশ্রু সিক্ত নয়নে আমি
বসে আছি মাগো, বসে আছি।
দিন যায়, মাস যায়, যায় কেটে বছর,
পাইনা তবু মা, তোমার খবর।
ওগো মা (!!)
ছিলে তুমি মা, সবচেয়ে আপন
তুমি ছাড়া আজ, শূন্য ভুবন। (!!)
রবের নিকট মিনতি আমার
তোমায় যেন করে জান্নাতি।
অশ্রুসিক্ত নয়নে আমি
বসে আছি মাগো বসে আছি।
মনে পড়ে মাগো, তোমার স্মৃতি
ভুলতে পারিনি আজও, তোমায় আমি।
দেখতে পারিনা, মায়াবী সে মুখ,
যে মুখে তাকালে সব
মুছে যেতে দুখ।
রবের নিকট মিনতি আমার
জান্নাতে দেখা, পাই যেন পাই।
অশ্রু সিক্ত নয়নে আমি
বসে আছি মাগো বসে আছি
মা ওগো মা (!!)
হে রব তুমি, মাকে আমার, তোমার আরস ছায়ায় আগলে রেখো। জান্নাতে রেখ তারে, কষ্ট যেন মা নাহি পায়।