Shomoy Kintu Nei歌词由MC Khan&Sohan Rahman演唱,出自专辑《Shomoy Kintu Nei》,下面是《Shomoy Kintu Nei》完整版歌词!
Shomoy Kintu Nei歌词完整版
তোমার জন্য লেখা নয় এ গান ভাবনা থেকে
যেখান থেকে হয়েছিল শুরু সেখানে এসেই শেষ
তোমার জন্য লেখা নয় এ গান ভাবনা থেকে
যেখান থেকে হয়েছিল শুরু সেখানে এসেই শেষ
এখনও অনেক পথ বাকি হাটা সময় কিন্তু নেই
এখনও এক টুকরো মায়া আলো দেখছি খুব বেশ
এখনও অনেক পথ বাকি হাটা সময় কিন্তু নেই
এখনও এক টুকরো মায়া আলো দেখছি খুব বেশ
তারা গুলো সন্ধ্যে নামে দেখতে পাই
তোর স্মৃতি মনে উকি দিয়ে যায়
নীল সাগরে ভাসিয়ে সব শুন্যতা
তোমার মাঝেই আমার সকল পূর্ণতা
এখনও অনেক পথ বাকি হাটা সময় কিন্তু নেই
এখনও এক টুকরো মায়া আলো দেখছি খুব বেশ
এখনও অনেক পথ বাকি হাটা সময় কিন্তু নেই
এখনও এক টুকরো মায়া আলো দেখছি খুব বেশ
দেখছি খুব বেশ