Rongila Doyel歌词由Shifat E Nushrat Reshma&Zahin Khan演唱,出自专辑《Rongila Doyel》,下面是《Rongila Doyel》完整版歌词!
Rongila Doyel歌词完整版
রঙিলা দোয়েল
----------------------
মেয়ে
মধুর ডাকে পরান কেড়ে/ ভাবে করলে ঘায়েল, ও রঙিলা দোয়েল৷
সব দিয়েছি মাইরো না তাই/ পিরিতেরও শেল।
ছেলে
মধুর ডাকে পরান কেড়ে/ রূপে করলে ঘায়েল, গো রঙিলা দোয়েল।
তোমার জন্যে যাইতে রাজি/ পুরাণ ঢাকার জেল৷
মেয়ে
দিতে দিতে সব দিলাম/ যেমন দেয় কিষাণ
বৃক্ষ হইয়া ফল দিও/ না হইয়া পাষাণ৷
মেঘ থেকে জল হইয়া/ বৃষ্টি কইরো নাজেল৷
ছেলে
চাইলে তুমি মেঘ/আনবো বাদলধারা৷
তোমায় নিয়ে লিখে যাবে/ কবি আছে যারা৷
মেয়ে
মেঘ থেকে জল হয়ে বৃষ্টি কইরো নাজেল
ছেলে
ও মুখ চেয়ে তোর কাটিয়ে দেবো হাজারটা বিকেল।
ছেলে
পাহাড় থেকে নদী/ নদী থেকে পাহাড়।
তোমায় নিয়ে দেখবো ঘুরে/ বিচিত্র বাহার।
প্রেমের দিব্যি দিচ্ছি কথা/ দিবো না গো শেল।
মেয়ে
ভুবনে বসন্ত আসে/ করতে তারে ধন্য।
তুমিও বসন্ত আমার/ একমাত্র গণ্য৷
অনেক ভালোবাইসা তোমায়/ দিলাম প্রেমের জেল৷
ছেলে
প্রেমপরীক্ষায় লিখছি অনেক করাইয়ো না ফেল
মেয়ে
অনেক ভালো বাসি তোমায় নয় ছলনার খেল
ও রঙিলা দোয়েল!