Ki Hobe Hotash Hoe歌词由Motiur Rahman Mollik演唱,出自专辑《Molliker Gan, Vol. 02》,下面是《Ki Hobe Hotash Hoe》完整版歌词!
Ki Hobe Hotash Hoe歌词完整版
কী হবে হতাশ হয়ে হারিয়ে গিয়ে
কী হবে জীবন থেকে চুপিসারে পালিয়ে গিয়ে ॥
দু’চোখে আঁধার নামে রাত্রি এলে
সে আঁধার তাড়িয়ে দিও সূর্য জ্বেলে
কী হবে দুঃখগুলো নতুন করে ঝালিয়ে নিয়ে
কী হবে স্বপ্নগুলো ইচ্ছে মতো জ্বালিয়ে দিয়ে ॥
কী হবে আশার প্রদীপ নিভিয়ে দিয়ে
কী হবে মনমাঝিকে পথের মাঝে ডুবিয়ে দিয়ে।
হৃদয়ে আঘাত লেগে রক্ত ঝরে
সে আঘাত মাড়িয়ে যেও অকাতরে
কী হবে দুঃখগুলো নতুন করে ঝালিয়ে নিয়ে
কী হবে স্বপ্নগুলো ইচ্ছে মতো জ্বালিয়ে দিয়ে ॥