Tui Amar Hobi歌词由Mahtim Shakib演唱,出自专辑《Romantic Song Of Mahtim Shakib》,下面是《Tui Amar Hobi》完整版歌词!
Tui Amar Hobi歌词完整版
তুই আমার হবি
শিল্পী : পূজা ও মাহাতিম শাকিব
গীতিকবি : প্রসেনজিৎ ওঝা
সুরকার : শোভন রায়
লেবেল : প্রোটিউন
১৪/০৮/২০২২
জানিস কি তুই তোকে আমার
ভিষণ ভালোবাসতে ইচ্ছে হয়।
জানিস কি তুই তোকে ভেবেই
কাটে আমার সব সময় ।২
আমার স্বপ্ন থমকে থাকে তোরই অপেক্ষায়।
তুইতো বুঝিস তোকে ছাড়া আমি কতোটা অসহায়।২
এই হৃদয় জুড়ে তোর ছবি
দেয়ালে তার প্রতিচ্ছবি
আমি জানি তুই একদিন
শুধু আমার হবি।।
কথার পরে কথা সাজাই
তোকে লিখে হয়না শেষ।
তুই আর আমি গড়ে নেব
ভালোবাসার অন্য দেশ।।২
চোখের পাতায় তুই বসে থাক
মনের কথা পড়ে দেখ।
বাইরে দেখলে দূরে দুজন
ভেতর ভেতর এক।।
এই হৃদয় জুড়ে তোর ছবি
দেয়ালে তার প্রতিচ্ছবি
আমি জানি তুই একদিন
শুধু আমার হবি।।
আমার আকাশ তোর নীলে
ভালোবাসা মাখে রোজ।
একটু আড়াল হলে বুঝি
তুই আমার করিস খোঁজ।।
মনের ভেতর তুই ঘুরে দেখ
তোকে কেমন দিচ্ছি প্রেম
মুখে তোকে যা বলি আমি
হৃদয়ে এক ফ্রেম।।