Kothay Tumar Barire Mon (Explicit)歌词由Shahabuddin Shihab演唱,出自专辑《Kothay Tumar Barire Mon (Explicit)》,下面是《Kothay Tumar Barire Mon (Explicit)》完整版歌词!
Kothay Tumar Barire Mon (Explicit)歌词完整版
কোথায় তোমার বাড়ি রে মন
কোথায় তোমার ঘর
কোথায় যাইবা সবই ছাইড়া
কইরা তুমি পর
থাকতে ময়না পিঞ্জিরাতে
করো তার সাধন
উইড়া গেলে পাইবা না আর
সাধের এই জীবন
কষ্টে গড়া তোমারি ধন
থাকবে রে পড়িয়া
খালি হাতে সাদা কাফন
দিবেরে পড়াইয়া
এক দুই দিন কাইন্দা সবাই
মুছবেরে নয়ন
কেউ নিবেনা পাপের বোঝা
হোক যতই আপন,
অন্তরেতে জাগাওরে মন
মরনের কাঁপন
দমে দমে পড়ো মাওলার
তাসবি গুন গান