Jani Tumi Firbe Na歌词由Arijit Kumar演唱,出自专辑《Jani Tumi Firbe Na》,下面是《Jani Tumi Firbe Na》完整版歌词!
Jani Tumi Firbe Na歌词完整版
(জানি তুমি ফিরবেনা আমার মনের দারে
স্মৃতিগুলো মনে একে কাদি শূন্য ঘরে)২
তুমি কথা দিয়েছিলে থাকব একই ঘরে
এই একলা ঘরে আমি বাচি কেমন করে
কথা দিয়েছিলে তুমি থাকবে আমার বলে
ভালোবাসার দ্বীপ জ্বেলে কেন চলে গেলে
সে কি তোমায় আমার চেয়ে বেশি ভালোবাসে
যার সাথে থাকো তুমি দিনের শেষে
(বলে যাও আমায় তুমি সামনে এসে
নতুন করে বেধেছো ঘর কার মনের দেশে)২
আসবো না আমি তোমার সুখের ঘরে
জানি তুমি ফিরবেনা আমার মনের দারে
স্মৃতিগুলো মনে একে কাদি শূন্য ঘরে
তুমি কথা দিয়েছিলে থাকব একই ঘরে
এই একলা ঘরে আমি বাচি কেমন করে
তুমি ছিলে আমার হির আমি তোমার রাঝা
বল কি অপরাধে দিলে গো সাজা
বধু সেজে যাবে যখন তোমার প্রিয়র সাথে
আমার চিতায় একটি ফুল দিও নিজের হাতে
এই স্মৃতি বুকে নিয়ে থাকবো উপরে
তোমার সুখের দিনগুলো আমি দেখবো দুচোখ ভরে
আমার চোখের জল তোমার বারান্দায় এসে
বৃষ্টি হয়ে ঝরবে তোমার রঙিন নিশি রাতে
ধ্রুব তারা হয়ে আমি জ্বলবো আকাশে
জানি তুমি ফিরবেনা আমার মনের দারে
স্মৃতিগুলো মনে একে কাদি শূন্য ঘরে
তুমি কথা দিয়েছিলে থাকব একই ঘরে
এই একলা ঘরে আমি বাচি কেমন করে