Cholo Eksathe歌词由T3F - The 3rd Floor演唱,出自专辑《Cholo Eksathe》,下面是《Cholo Eksathe》完整版歌词!
Cholo Eksathe歌词完整版
চলে গেলে আমায় একা করে
ভুলেও কি মনে পরে না
স্মৃতির পাতায় পুরনো সেই ছবি গুলো
কখনো কি চোখে ভাসে না
আজো কি আমায় মনে পরে না
তোমার....স্মৃতির পাতায় আমি আসি না
চলো আজ হাঁটি একসাথে...
চলো আজ ছুঁই ঐ দিগন্তটাকে
চলো আজ ভেসে যাই ঐ দূর আকাশে
ডানা মেলে আজ আকাশে
চলো হারিয়ে যাই ঐ সূদুরে
যেথা রবে তুমি আমার বাহুডোরে
তবে ছুটে এসো সব বাধা ভুলে
এসোনা