Kancha Mon歌词由Nizam Uddin Zahin&Shifat E Nushrat Reshma演唱,出自专辑《Kancha Mon》,下面是《Kancha Mon》完整版歌词!
Kancha Mon歌词完整版
লাউয়ের ডগার লতার মতো কাঞ্চা আমার মন
ছুঁইয়ো নাগো বন্ধু তুমি যখনি তখন
কাঞ্চা আমার মন গো কাঞ্চা আমার মন।
ছেলে
মন যে আমার চায় গো তোমায় বারণ করো না
যতোই করো টালবাহানা আমি শুনবো না
ফাগুন রাঙাইয়া রূপে করো না বারণ গো করো না বারণ
বাউলা আমার মন গো বাউলা আমার মন।
মেয়ে
নিশাকালে ডাকলে কোকিল ঘরের চালে বসে
প্রাণে যেন কাঁপন জাগে তোমায় ভালোবেসে
আগুন লাগাইয়া বন্ধু
দেখিছো স্বপন গো দেখিছো স্বপন!
ছেলে
তোমার চোখে চোখ রাখিলে ভালোবাসা জোটে
তোমার ঠোঁটের ভাঁজে ভাঁজে গোলাপ যেন ফোটে
তোমায় যদি না পাই সখী
কাঁদবে আমার মন গো কাঁদবে আমার মন
বাউলা আমার মন গো বাউলা আমার মন।