Ami Tomar Tore Kori Mago歌词由Suchismita Roy演唱,出自专辑《Ami Tomar Tore Kori Mago》,下面是《Ami Tomar Tore Kori Mago》完整版歌词!
Ami Tomar Tore Kori Mago歌词完整版
আমি তোমার তরে করি মাগো
আমার এ গান নিবেদন।
যত অশুভ অসূচ তোমাতে বিলীন,
প্রেমেরই করো বরষণ।
আমি তোমার তরে করি মাগো
আমার এ গান নিবেদন।
করুণাময়ী তুমিই মাগো ,
তুমি কৃপাময়ী।
করো কৃপা , করো করুণা
এ আমারই আবেদন।
যত অশুভ অসূচ তোমাতে বিলীন,
প্রেমেরই করো বরষণ।
আমি তোমার তরে করি মাগো
আমার এ গান নিবেদন।
বিশ্ব জগত চলে মাগো
তোমার ইশারাতে।
আলোর পথের যাত্রী করো
চেতনারই হোক উদয়ন ।
যত অশুভ অসূচ তোমাতে বিলীন,
প্রেমেরই করো বরষণ।
আমি তোমার তরে করি মাগো
আমার এ গান নিবেদন।