Matir Hobe Ghor歌词由Hijbullah Nahian演唱,出自专辑《Matir Hobe Ghor》,下面是《Matir Hobe Ghor》完整版歌词!
Matir Hobe Ghor歌词完整版
সময় হলে স্বজন সুজন সবাই হবে পর
মাটির হবে বিছানা তোর মাটির হবে ঘর।
সেইসে ঘরের সামান বীনে
আসিস যদি তুই সেখানে
পাবি না মন আপন প্রিয় বন্ধু সহচর-
মাটির হবে বিছানা তোর মাটির হবে ঘর। ঐ
নামাজ রোজা কর ওরে মন
আল্লাহকে তুই কররে আপন
সবকিছু তোর ছাড়তে হবে আসবে যেদিন ঝড়-
মাটির হবে বিছানা তোর মাটির হবে ঘর। ঐ
করিস না মন হেলাফেলা
ডুবলো যে তোর জীবন বেলা
সময় থাকতে পরপারের সামান যোগাড় কর-
মাটির হবে বিছানা তোর মাটির হবে ঘর। ঐ