Soite Pari Nare Doyal Re (Female)歌词由Sathi Alo演唱,出自专辑《Soite Pari Nare Doyal Re》,下面是《Soite Pari Nare Doyal Re (Female)》完整版歌词!
Soite Pari Nare Doyal Re (Female)歌词完整版
সইতে পারি নারে দয়াল রে
প্রেম বিচ্ছেদের জ্বালা
হয়ত আমি বাচব না আর
ডুইবা যায় রে বেলা
আমার হয়ত আমি বাচব না আর
ডুইবা গেল বেলা
বুকে জ্বলে চিতার আগুন
চোখে প্রেমের নেশা
কিসের ভালবাসলা তুমি
মন ভাঙ্গা তোর পেশা
সইতে পারি নারে দয়াল রে
রুবির প্রেমের জ্বালা
সইতে পারি নারে দয়াল রে
প্রেম বিচ্ছেদের জ্বালা
হয়ত আমি বাচব না আর
ডুইবা গেল বেলা
ছাইরা যদি যাবি রে তুই
কেন জড়ালে
সাধের ভালবাসা দিয়ে কোথায় হারেলে
সইতে পারি নারে দয়াল রে
রুবির প্রেমের জ্বালা
বুকে জ্বলে চিতার আগুন
করে ঝালাপালা
সইতে পারি নারে দয়াল রে
প্রেম বিচ্ছেদের জ্বালা
হয়ত আমি বাচব না আর
ডুইবা গেল বেলা