Bashi Bajasna歌词由Ananya Acharjee演唱,出自专辑《Bashi Bajasna》,下面是《Bashi Bajasna》完整版歌词!
Bashi Bajasna歌词完整版
বাঁশি বাজাসনা
শিল্পী : অনন্যা আচার্য
গীতিকবি : প্রসেনজিৎ ওঝা
সুরকার : প্রসেনজিৎ ওঝা ও শোভন রায়
লেবেল : প্রোটিউন
প্রজেক্ট প্রোটিউন ফোক ফিফটি
১৭/১১/২০২২
আমার দিকে এমন করে নজর দিসনা
ও কানু
আমার দিকে এমন করে নজর দিসনা।২
আমি ভালো জাতের বালা
কলঙ্কে করিসনা কালা।
কদম ডালে
দিনে রাতে বাঁশি বাজাস না।।
প্রেমে আমার অন্তর জরজর
সাক্ষী আছে রবি শশী
জানে চরাচর।২
যতই তোকে ভালোবাসি তুই যে আমার পর।।২
দোহাই তোরে
যখন তখন কাছে আসিসনা।।
আমার দিকে এমন করে নজর দিসনা।
আমি নারী নিজের নাইরে ঘর
শ্বশুর বাড়ি বাপের বাড়ি
সব বাড়িতে পর। ২
আমার ব্যথা কেউ বোঝেনা দুঃখে ভরা অন্তর ।। ২
প্রেমের জ্বালায়
আমারে তুই আর জ্বালাসনা।।