Sudhu Tomari Jonnye (Lo-Fi)歌词由Souvik演唱,出自专辑《Sudhu Tomari Jonnye (Lo-Fi)》,下面是《Sudhu Tomari Jonnye (Lo-Fi)》完整版歌词!
Sudhu Tomari Jonnye (Lo-Fi)歌词完整版
হতে পারি রোদ্দুর,
হতে পারি বৃষ্টি,
হতে পারি রাস্তা, তোমারই জন্যে।
হতে পারি বদনাম,
হতে পারি ডাকনাম,
হতে পারি সত্যি, তোমারই জন্যে।
হতে পারি গল্প,
তুমি কাছে টানলে,
হতে পারি জানলা,
এ হাওয়া ও তোমার কারনে।
শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী,
শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী,
এসেছি হাজার বারণে ..
শুধু তোমারই জন্যে,
শুধু তোমারই জন্যে,
শুধু তোমারি জন্যে,
শুধু তোমারি জন্যে।
কথা দিলো রোদ্দুর,
কথা দিলো বৃষ্টি,
কথা দিলো রাস্তা, তোমারি জন্যে,
খেলা ধুলো সংসার,
আসা যাওয়া বার বার,
রাজি হলো ইচ্ছে তোমারি জন্যে।
হতে পারি গল্প,
তুমি কাছে টানলে,
হতে পারি জানলা,
এ হাওয়া ও তোমার কারনে।
শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী,
শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী,
এসেছি হাজার বারণে..
শুধু তোমারই জন্যে,
শুধু তোমারই জন্যে,
শুধু তোমারি জন্যে,
শুধু তোমারি জন্যে।