Gram Chara Oi Ranga Matir Poth歌词由Abir Biswas演唱,出自专辑《Gram Chara Oi Ranga Matir Poth》,下面是《Gram Chara Oi Ranga Matir Poth》完整版歌词!
Gram Chara Oi Ranga Matir Poth歌词完整版
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে।
ওরে কার পানে মন হাত বাড়িয়ে
লুটিয়ে যায় ধুলায় রে আমার
মন ভুলায় রে।
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে।
ও যে আমায় ঘরের বাহির করে,
পায়ে-পায়ে ধরে
মরি হায় হায় রে ।
ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে
যায় রে কোন চুলায় রে আমার
মন ভুলায় রে।
ও কোন বাঁকে কী ধন দেখাবে,
কোনখানে কী দায় ঠেকাবে---
কোথায় গিয়ে শেষ মেলে যে
ভেবেই না কুলায় রে আমার
মন ভুলায় রে।
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে ।।