Karagar歌词由Poizon Green演唱,出自专辑《The Loss》,下面是《Karagar》完整版歌词!
Karagar歌词完整版
কারাগার
ভাসতে চাই না আর এই সুন্দর ভুবনে
ভাবনাটা ইদানিং প্রায়শই চরে
বন্ধুরা স্বপ্নের খোজে প্রবাসের পথে
রাত জেগে আর গান হয় না স্মৃতিতেই আটকে আছে
ভেবে না পাই কোনো কুল-কিনার
কিছু লোকের কাছে জগতটা বেশ জমজমাট
সত্য-টা কেউ করেনা স্বীকার
সত্য বলার যে নেই অধিকার
হাজার বছরের এই সভ্য culture
আসলে পৃথিবী নামের এক কারাগার
অদৃস্ট এই কারাগার, আমি কার কে তোমার
নেই পথ পালাবার, নিয়মের বেড়াজাল
Fear- Fear- Fear
ঘুম ভাঙবে কি কভু মানবতার
আশার আলো তবু মিটি মিটি জ্বলে
অপার ভালোবাসাই ঘুম ভাঙবে
জ্বলে উঠবে প্রদীপ শিখা অন্তরে অন্তরে
আধার ঠেলে আলোতে এসঅ
দেখো আকাশটা কতো ঝলমলে
অদৃস্ট এই কারাগার , আমি কার কে তোমার
নেই পথ পালাবার, নিয়মের বেড়াজাল
Fear Fear Fear
ঘুম ভাঙবে কি কভু মানবতার
আশার আলো তবু মিটি মিটি জ্বলে
অপার ভালোবাসায় ঘুম ভাঙাবে
জ্বলে উঠবে প্রদীপ শিখা অন্তরে অন্তরে
আধার ঠেলে আলোতে এসে দেখো
আকাশটা কতো ঝলমলে
আকাশটা কতো ঝলমলে
আকাশটা আজ ঝলমলে
দেখো আকাশটা কতো ঝলমলে
আকাশটা বেশ ঝলমলে
আকাশটা.........
ঝলমলে ...............।
আকাশটা..................
কতো ঝলমলে...............।