Bhul Bujhe Chole Jao歌词由Mosiur Rahman Rinku演唱,出自专辑《Bhul Bujhe Chole Jao》,下面是《Bhul Bujhe Chole Jao》完整版歌词!
Bhul Bujhe Chole Jao歌词完整版
ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও
সব ব্যথা নীরবে সইবো।
বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইবো।
মন গগণের ফুলবনে, তুমি বনমালী,
আমি তো সেদিন ছিলাম, প্রথম গানের কলি।
দুটি বীণা একটি সুর, ভালোবাসা কি মধুর!
তোমায় ছেড়ে যত দুরে রইবো, বন্ধুরে।
যে গানের-ই বিনিময়ে ভালোবাসা-বাসি,
সেই গানের ছন্দে দিতাম মুক্তাঝরা হাসি।
মিলন রজনী, আজ তো ভুলিনি,
বিরহের রাগিণী হয়ে বাঁচবো, বন্ধুরে।
ভাই বল বন্ধু বল, কেউ রবে না পাশে,
মাতাল রাজ্জাকের-ই ওপারের ডাক যদি নেমে আসে।
ধুলো কাদা মুছিয়া, বন্ধুয়ার কাছে যাইয়া,
চরণে লুটিয়া আমি রইবো।