Ure Giye Kalo Megh歌词由Toolip Sen Gupta&Shila Debi演唱,出自专辑《Ure Giye Kalo Megh》,下面是《Ure Giye Kalo Megh》完整版歌词!
Ure Giye Kalo Megh歌词完整版
উড়ে গিয়ে কালো মেঘ
সাদা বৃষ্টি হয়
আগেতো বুঝিনি জীবন
এত মধুর হয়।।
যা দেখি সব নতুন লাগে
মনের মাঝে পুলক জাগে
রঙিন আশা বাঁধে বাসা
চোখের তারায়।।
রঙিন চশমা চোখে পড়ে
শহরটাকে দেখবো ঘুরে
পাখি হয়ে যাবো উড়ে
ঐদূর নিলিমায়
দুহাত ভরে নীল কুড়িয়ে
ভালবাসায় মন ভরিয়ে
আসবো ফিরে তুমি আমি
মাটির দুনিয়ায়।।
সবুজ মায়া বুকে ধরে
শহর থেকে যাবো দূরে
নদী হয়ে যাবো বয়ে
শান্ত শ্যামল গায়
বটের ছায়ায় গা জুড়িয়ে
তেপান্তরের মাঠ পেরিয়ে
যাবো ফিরে তুমি আমি
সুখের আঙ্গি-নায়।।