Provur Tore歌词由Zahidul Islam演唱,出自专辑《Provur Tore》,下面是《Provur Tore》完整版歌词!
Provur Tore歌词完整版
খুব ইচ্ছে করে প্রভু,খুব ইচ্ছে করে
একাকী গভীর রাতে,নির্জন একা একা
তোমার প্রেমের মাঝে হারিয়ে যেতে
খুব ইচ্ছে করে প্রভু, খুব ইচ্ছে করে
নিঝুম রাতে সবাই যখন
হারিয়ে যায় ঘুমে,
একলা আমি জেগে থাকি
আধাঁর আলো চুমে
তখন তোমার রহম পেতে
চোখের অশ্রু ঝরে
পাপ সাগরের অথই জলে
পাইনা খোঁজে তরী
ক্ষমা পাওয়ার অভয় নিয়ে
দু'হাত তুলে ধরি
খুশবু মেখে জায়নামাজে
ডাকি আমি যারে,
মহান তিনি দয়ার সাগর
ভুলে না বান্দারে
আপন মনে সবই আমি
সঁপি প্রভুর তরে