Korunar Vikhari歌词由SM Moin演唱,出自专辑《Korunar Vikhari》,下面是《Korunar Vikhari》完整版歌词!
Korunar Vikhari歌词完整版
তোমার করুণার ভিখারি আমি
হে মহান রাজাধিরাজ
অবারিত রহমে সাজালে জীবন
সুন্দর সু শ্যামল শত কারো কাজ।।
যখন হৃদয়ে হয় রক্তক্ষরণ
দুখের ধারা বহে কারোণ অকারণ
তোমার কাছে শুধু তুলি দুই হাত
শত বিপদ হতে চাই যে নাজাত।।
সুখের সমীরণ দাও হে দয়াময়
প্রেমেতে রাঙিয়ে দাও হৃদয়ের মাঠ
সুন্দর সুশ্যামল শত কারুকাজ।
তোমার করুণার ভিখারি আমি।
যখন ডুবে যায় অঘোর পাপে
মনটা পুড়তে থাকে অনুতাপে।
কেউ নেই ও মালিক তুমি ছাড়া
যার প্রেমে হতে পারি পাগল পারা।।
তুমি চাইলে পাথরে ফুটে ফুল
বর্ণিল হয়ে যায় গোধূলির সাঝ
সুন্দর সুশ্যামল শতকারো কাজ
তোমার করুণার ভিখারি আমি। ঐ