Rongberonger Manush歌词由Kabir Chattopadhyay演唱,出自专辑《Rongberonger Manush》,下面是《Rongberonger Manush》完整版歌词!
Rongberonger Manush歌词完整版
শুধু একখানা নীল আকাশ সবার জন্য,
একই রকম বৃষ্টি হতে চায়,
একটাই তো সবুজ পৃথিবী,
এর চেয়ে বেশি কে বা চায়?
আমরা সবাই মিলে ভালোবাসতে পারি,
আমরা আবার একটা সুযোগ পেতে চাই,
সবাই আমরা রঙবেরঙের মানুষ,
এসো রংবেরঙের পৃথিবী সাজাই।
(দ্যাখো) ওরা কেমন উট পাখিদের মত
বালির ভেতর মুখ লুকিয়ে রাখে,
বাইরে সবাই ভীষণ স্বাধীনচেতা,
আসলে যে যার নিজের পকেট সামলে রাখে।
পা বাঁচিয়ে খেলছে ওরা সবাই,
বলছে আমাদের নাকি হুজুগ পেলেই হয়,
যারা বাঁচতে চাইছে তারাই ওদের শত্রু,
বন্ধু, স্বাধীনতা নেহাতই সস্তা নয়।
শুধু একখানা নীল আকাশ সবার জন্য,
একই রকম বৃষ্টি হতে চায়,
একটাই তো সবুজ পৃথিবী,
এর চেয়ে বেশি কে বা চায়?
গাইব আমি এ গান তোমার আমার,
এ গান ছেলে মেয়ে বুড়ো বুড়ির গান,
আমার হাতেই এ হাত রাখবে চলো,
এটাই আমার গানের অভিযান।
শুধু একখানা নীল আকাশ সবার জন্য,
একই রকম বৃষ্টি হতে চায়,
একটাই তো সবুজ পৃথিবী,
এর চেয়ে বেশি কে বা চায়?
আমরা সবাই মিলে ভালোবাসতে পারি,
আমরা আবার একটা সুযোগ পেতে চাই,
সবাই আমরা রঙবেরঙের মানুষ,
এসো রংবেরঙের পৃথিবী সাজাই।