(Bondhure Koi Pabo shokhi go)歌词由Bangla Song&Bangla New Song&Bangla Folk Song&Raqibul Hasan RaNa演唱,出自专辑《(Bondhure Koi Pabo shokhi go)》,下面是《(Bondhure Koi Pabo shokhi go)》完整版歌词!
(Bondhure Koi Pabo shokhi go)歌词完整版
বন্ধুরে কই পাবো সখি গো (Bondhure Koi Pabo shokhi go) - Bangla Song/Bangla New Song/Bangla Folk Song/Raqibul Hasan RaNa
Lyrics by:Raqibul Hasan RaNa
Composed by:Raqibul Hasan RaNa
বন্ধু রে কই পাব সখি গো
বন্ধু রে কই পাব সখি গো
সখি আমারে বলো না
আমার বন্ধু বিনে পাগল মনে
বুঝাই লে বুঝে না
আমার বন্ধু বিনে পাগল
মনে বুঝাই লে বুঝে না
বন্ধু রে কই পাব সখি গো
বন্ধু রে কই পাব সখি গো
সখি আমারে বলো না
আমার বন্ধু বিনে পাগল মনে
বুঝাই লে বুঝে না
আমার বন্ধু বিনে পাগল
মনে বুঝাই লে বুঝে না
সাধে সাধে ঠেকছি ফাঁদে গো
সাধে সাধে ঠেকছি ফাঁদে গো
সখি দিলাম ষোল আনা
সাধে সাধে ঠেকছি ফাঁদে গো
সখি দিলাম ষোল আনা
আমার প্রাণ পাখি উড়ে যেতে
চায় আর ধৈর্য মানে না
আমার প্রাণ পাখি উড়ে
যেতে চায় আর ধৈর্য মানে না
কি আগুন জ্বালাইলা বন্ধে গো
কি আগুন জ্বালাইলা বন্ধে গো
সখি নিভাইলে নিভে না
কি আগুন জ্বালাইলা বন্ধে গো
সখি নিভাইলে নিভে না
জল ঢালিলে দ্বিগুণ জ্বলে
উপায় কি বলো না
হায়রে জল ঢালিলে দ্বিগুণ
জ্বলে উপায় কি বলো না
বাউল আব্দুল করিম বলে গো
ওস্তাদ আব্দুল করিম বলে গো
সখি অন্তরের বেদনা
ওস্তাদ আব্দুল করিম বলে গো
সখি অন্তরের বেদনা
সোনার বরণ রূপের কিরণ
না দেখলে বাচি না
হায়রে সোনার বরণ রূপের কিরণ
না দেখলে বাচি না
বন্ধু রে কই পাব সখি গো
বন্ধু রে কই পাব সখি গো
সখি আমারে বলো না
আমার বন্ধু বিনে পাগল
মনে বুঝাই লে বুঝে না
হায়রে বন্ধু বিনে পাগল
মনে বুঝাই লে বুঝে না
হায়রে প্রাণ পাখি উড়ে যেতে
চায় আর ধৈর্য মানে না
হায়রে সোনার বরণ রূপের কিরণ
না দেখলে বাচি না