Prothoma歌词由Tanim Mahmud演唱,出自专辑《Prothoma》,下面是《Prothoma》完整版歌词!
Prothoma歌词完整版
প্রথমা তোমায় ভালোবাসি,
বলা হলো না
তুমি মানে সুর আমার গীতিকবিতার,
মেঘের আড়ালে সেদিন বিকেলে লুকিয়ে আকাশ,
শৈশব নাটাই ঘুড়ি রেখে চিলেকোঠায়
বৃক্ষ মেলায় এলাম মাধবীলতার খোঁজে
স্কুল ফিরে কিশোরী এসেছিলে শেষ বেলাতে ...
তোমার খোলা চুলের গহীন অরণ্যে
এলোমেলো করলো যখন মৌমিতা বাতাসে,
নীলাভ দুটি চোখে তাকিয়ে হারিয়েছিলাম প্রথম প্রেমের শিহরণে
প্রথমা তোমায় ভালোবাসি বলা হলো না,
প্রথমা তোমায় কোনো কিছুতেই ভোলা গেলো না,
নিষ্পাপ সবুজে তোমার আগমনে
লাবণ্য প্রাণ পেলো হৃদয়ের পরতে
ঠোঁট দুটি কাঁপিয়ে এটুকুই বলেছিলে
ঝড়ো বৃষ্টি আসার আগেই ঘরে ফিরবে,
সেই যে মায়াবিনী আততায় দৃষ্টিতে
কেড়ে নিয়ে হৃদয়কে কেনো পাষাণী হলে
প্রথমা তোমায় ভালোবাসি
বলা হলো না
তুমি মানে সুর আমার গীতিকবিতার,
নিঃস্বার্থ আমি বুঝেছি অবশেষে
স্বর্গীয় প্রেমের শ্রেষ্ঠ সংজ্ঞাতে
সম্রাজ্ঞী তুমি ভাসো সুখের ভেলায়
ঝড়ের রাতেও তুমি ভেঙে পড়োনা।
প্রথমা তোমায় ভালোবাসি বলা হলো না,
প্রথমা তোমায় কোনো কিছুতেই ভোলা গেলো না,
তুমি মানেই আমার বিশালতা
আর চাওয়া পাওয়ার মাঝে এক জীবন অপারগতা।