笨鸟先飞
我们一直在努力
2025-01-26 17:04 | 星期天

Dao Manobota He Paramesh歌词-Ipsita Ghosh

Dao Manobota He Paramesh歌词由Ipsita Ghosh演唱,出自专辑《Dao Manobota He Paramesh》,下面是《Dao Manobota He Paramesh》完整版歌词!

Dao Manobota He Paramesh歌词

Dao Manobota He Paramesh歌词完整版

মানবতাহীন ভারত শ্মশানে

দাও মানবতা, হে পরমেশ!

কী হবে লইয়া মানবতাহীন

ত্রিশ কোটি এই মানুষ-মেষ॥

কলের পুতুল এরা প্রাণহীন

পাষাণ আত্মবিশ্বাসহীন

নিজেরে ইহারা চিনে না, কেমনে

চিনিবে ইহারা নিজের দেশ॥

ফিরিছে শ্মশানে যেন প্রেত-পাল

নর নাই, শুধু নর-কঙ্কাল,

এই চির-অভিশপ্তের মাঝে

জাগাও হে প্রভু প্রাণের রেশ॥

ভায়ে ভায়ে হেথা নাহি প্রেম-বোধ

কেবলই কলহ কেবলই বিরোধ,

দেয়ালের পরে তুলিয়া দেয়াল

নিজেরে নিজেরা করিছে শেষ।

হে দেশ-বিধাতা, দূর করো এই

লজ্জা ও গ্লানি, এ দীন বেশ॥

未经允许不得转载 » 本文链接:http://www.benxiaoben.com/efcb0VVA9Aw5SUwoG.html

相关推荐

  • 继续转动歌词-pekkon

    继续转动歌词-pekkon

    继续转动歌词由pekkon演唱,出自专辑《继续转动》,下面是《继续转动》完整版歌词! 继续转动歌词完整版 烈日當空 那個堅定面孔是我剽悍的笑容握在手中不曾改變的...

  • 桂阳我的家乡.MP3.歌词-翎风

    桂阳我的家乡.MP3.歌词-翎风

    桂阳我的家乡.MP3.歌词由翎风演唱,出自专辑《世界》,下面是《桂阳我的家乡.MP3.》完整版歌词! 桂阳我的家乡.MP3.歌词完整版 在那湘南的广袤大地有一处迷人的地...

  • 塔下的青春歌词-徐正东

    塔下的青春歌词-徐正东

    塔下的青春歌词由徐正东演唱,出自专辑《去年夏秋旱》,下面是《塔下的青春》完整版歌词! 塔下的青春歌词完整版 我站在城市的边缘眺望远方那里有我的梦想和希望...

  • 这光怪陆离的世界歌词-花满楼音乐团队&晴天yf

    这光怪陆离的世界歌词-花满楼音乐团队&晴天yf

    这光怪陆离的世界歌词由花满楼音乐团队&晴天yf演唱,出自专辑《这光怪陆离的世界》,下面是《这光怪陆离的世界》完整版歌词! 这光怪陆离的世界歌词完整版 总上晚...