Tager Mohima歌词由Mahmud Faisal&Jakir Hossain&Amir Hamza Khan演唱,出自专辑《Tager Mohima》,下面是《Tager Mohima》完整版歌词!
Tager Mohima歌词完整版
ইবরাহীমের ত্যাগের মশাল জ্বলে
ঈদুল আজহার চাঁদে
ইসমাঈলের সবর দেখে যেনো পাহাড় টলে
লোকদেখানো কুরবানি আজ করতে আছে মানা
কুরবানি হোক কেবল প্রভুর চরণে নাজরানা...
ত্যাগ মহিমার ফুলকি হয়ে ছোটে
মন কাননে স্নিগ্ধ অপার পুষ্প হয়ে ফোটে
মনের সকল পংকিলতা যায় হয়ে যায় ফানা
শুদ্ধতা আজ উড়ছে হয়ে প্রজাপতির ডানা...
খোদা'র রাহে বান্দা নত শিরে
জীবন-মরণ, কুরবানিও শুধু তোমায় ঘিরে
আমার আছে যা কিছু সব - তোমার মালিকানা
রিজিকদাতা- মালিক তুমি, তুমিতো রব্বানা...