Sahaba歌词由Iqra Shilpigosthi&Mohammad Saiem Al Hasan演唱,出自专辑《Sahaba》,下面是《Sahaba》完整版歌词!
Sahaba歌词完整版
দ্বীনকে যারা ছড়িয়ে দিতে ছিলেন মহৎপ্রাণ
দুনিয়াতেই পেয়েছিলেন ফিরদাউসের ঘ্রাণ।
প্রভুর ধ্যানে পাগলপারা
নবীপ্রেমের আশিক তাঁরা
চোখের জলে নদী হতো রাত্রি হলে নিঝুম
রাদিয়াল্লাহু আনহুম, রাদিয়াল্লাহু আনহুম।।
আঁকড়ে ধরেন দ্বীনের রশি নানান প্রতিকুলে
ভবের মোহ ছুড়ে দ্বীনের সুরভী নেন তুলে।
খোদার রাহে তাঁরা ফিদা
নবীর শানে গান কাসীদা
তাঁদের মাঝে জ্বলে ওঠে
নবীপ্রেমের আগুন।।
শেষ হবে না কীর্তি তাঁদের যতই আমি লেখি
অল্প–আধো নেকির কাছে তুচ্ছ সবার নেকি।
আমরা তাঁদের অনুসারী
শ্রদ্ধা ও প্রেম রাখব জারি
তাঁদের প্রতি সদা জানাই
সালামু আলাইকুম ।